হৃদয় আছে যার সেই তো ভালবাসে। কিন্তু প্রশ্ন হল কতবার

হৃদয় আছে যার সেই তো ভালবাসে। কিন্তু প্রশ্ন হল কতবার ? আপনি প্রথম প্রেমে পড়তেই পারেন, কিন্তু সেই ভালবাস যদি গভীর না হয় তাহলে আপনি দ্বিতীয় প্রেমে পড়বেনই। এখন প্রশ্ন হল কাকে আপনি রাখবেন আপনার জীবনে, প্রথম না দ্বিতীয়? আমি বলি দ্বিতীয়কে , কারন প্রথম প্রেমের গভীরতা ছিল না বলেই দ্বিতীয় প্রেম এসেছে । আর যদি আপনি দ্বিতীয়কে ছেড়ে তৃতীয়কে ভালবাসেন, তখন কি করবেন ? আমি বলি আপনি আপনার চরিত্র ঠিক করুন, কারন আপনার মত লুজ ক্যরাকটার প্রেম কাকে বলে জানে না । ভাল লাগলে share করে অন্যকে জানাতে ভুলবেন না ।।

No comments:

Post a Comment

update পেতে সত্য বচন ফেসবুক like দিন

Related Posts Plugin for WordPress, Blogger...