মেয়েদের মনের মধ্যে একটা হৃদয় আছে আর কোন মূল্য নেই এই বর্তমান সমাজে
পৃথিবীতে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা দোষের নয়। কিন্তু বর্তমান সমাজ মেয়েদের জীবনকে দুর্বিশহ করে তোলে। মেয়েদের ভাবনার কোন মূল্য নেই, তাদের কিছু দাবী করা তো স্বপ্নদেখা। নারীর মনের সহজ প্রতিক্রিযা হাসিও সমাজ কেড়ে নিয়েছে , হাসতে গেলেও ভাবতে হয়। তার কষ্টের প্রতিক্রিয়া কান্নার জন্যও অনুমতি নিতে হয় এই সমাজের কাছে। মেয়েদের মনের মধ্যে একটা হৃদয় আছে আর কোন মূল্য নেই এই বর্তমান সমাজে...
No comments:
Post a Comment