নুষ যখন রেগে যায় তখন তকে কোন ভাবেই বিরক্ত করা ঠিক না
মানুষ যখন রেগে যায় তখন তকে কোন ভাবেই বিরক্ত করা ঠিক না। কারন রাগের কোন লঘু গুরু থাকে না, তাকে যাই বোঝানো হোক না কেন তা সঠিক নয় বলে মনে করে সে। তাই রাগ কমা পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। তা না হলে ভুল বুঝাবুঝি আরোও বাড়তে পারে।।।।
No comments:
Post a Comment