হৃদয় আছে যার সেই তো ভালবাসে / প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে
যারা সহজ সরল জীবন যাপন করেন তাদের মধ্যে একটা মন থাকে
সহজ সরল জীবন যাপনের মধ্যে সে সুখ আছে তা ব্যখ্যা করা যায় না।যারা সহজ সরল জীবন যাপন করেন তাদের মধ্যে একটা মন থাকে। সেই মন পৃথিবীর সকল কষ্টকে সুখে পরিণত করে। তাই তার অন্যদের থেকে ভাল ভাবে জীবনযাপন করে ....
No comments:
Post a Comment