
প্রেম বলে কয়ে আসে না। তবে প্রেম আসার পর একটু ধর্য ধরে অপেক্ষা করতে হবে... এবং দেখতে হবে এর সফলতার পরিমান কত .....যদি মনে করেন ১০০ % সফল হওয়া যাবে তবেই প্রেম করুন। তা না হলে তা প্রেম রোগে পরিনত হবে.. তখন তা ভয়ানক... যার কোন চিকিৎসা নেই ...প্রেম মহান ব্যপার। এটি সফল না হলে তা প্রেম রোগে পরিনত হয়।আর প্রেমে অসফলতার পরিমান অনেক বেশী.... তাই প্রেম রোগ থেকে সাবধান।
No comments:
Post a Comment