হৃদয় আছে যার সেই তো ভালবাসে / প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে
অন্যকে কষ্ট দিয়ে , কাঁদিয়ে লাভ কি
অন্যকে কষ্ট দিয়ে , কাঁদিয়ে লাভ কি ? গড় আয়ু তো ৬৫ বছর, তার পর ?কিছু নিয়ে আসি নি, তেমন কিছু নিয়েও যাব না...মানুষকে আঘাত দিয়ে কি লাভ হবে। আর হাসাতেই যদি না পারি কাঁদিয়েই বা কি শুখ পাব ....
No comments:
Post a Comment