
উপর আলার আনেক দানের মধ্যে হাসি অন্যতম। এই মন খুলে হাসার মধ্যে অনেক তৃপ্তি পাওয়া যায়। এমন কিছু কাজ করুন যাতে মানুষ হাসতে পারে তবে প্রান খুলে আর অন্যকেও হাসাতে বলুন। দেখবেন জীবনটা অন্য ভাবে প্রবাহিত হবে। ভাল লাগলে share করে অন্যেকে জানাবেন হাসার গুরুত্ব।
পৃথিবীতে মন খুলে হাসার মত মানুষের অভাব বেশী করে দেখা যায়। সবাই যেন চেপে চেপে হাসে। বোঝা যায় না তাদের মনের অন্তরে কি ইচ্ছা আছে। জগত সংসারে মন খুলে হাসার মত কোন আনন্দ নেই। আর আনন্দ ছাড়া কোন সুখ অনুভূত হয় না। তাই এমন কোন কাজ করবেন না যাতে হাসি ভুলে যেতে হয়। আপনিও হাসুন অন্যকে হাসতে দিন।ভাল লাগলে share করে অন্যেকে জানাবেন হাসার গুরুত্ব।
No comments:
Post a Comment