মানুষ মাত্রেই ভুল হয়। আর প্রকৃত বন্ধুও তো মানুষ। সেই তো ভুল করতে পার। তাই তাকে ভুল বুঝে দুরে সরিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। বরং ভুল ধরিয়ে দেওয়া হল মহৎ কাজ।মানুষ স্বার্থপর, তুমিও এবং আমিও। তাই নিজের প্রয়োজনে প্রকৃত বন্ধুকে কখনো ভুল বুঝে দূরে সরিয়ে রাখবে না। সে ভুল করতেই পারে, কিন্তু ভুল ধরিয়ে দেয়াও মহান কাজ। জল যতোই নোংরা হোক না কেন, আগুন নেভাতে সেই জলের খুব প্রয়োজন । তেমনি তোমার জীবনে যদি আগুন লাগে একমাত্র প্রকৃত বন্ধুই সেই আগুন নেভাতে সাহায্য করবে। তাই ...প্রকৃত বন্ধুকে ভুলে যেও না ।।।
No comments:
Post a Comment